নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবসে যশোরে ব্যতিক্রমী গরুর গাড়ির শোভাযাত্রা হয়েছে। বুধবার কালেক্টরেট চত্বরে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে ফের কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
গরুর গাড়ির পেছনে পেছনে নারীরা নিজ নিজ সংগঠনের ব্যানারসহ অধিকার সংবলিত বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন। পরে কালেক্টরেট সম্মেলনের অমিত্রার সভাকে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সহকারি কমিশনার নুসরাত ইয়াসমিন। জেলা প্রশাসক বলেন, নারীর পথের বাধা অতিক্রম করতে পারলে কাঙ্খিত সাফল্য আসবে। পুরুষের সাথে নারীর সাফল্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
যশোরে নারী দিবসে গরুর গাড়ি শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবসে যশোরে ব্যতিক্রমী গরুর গাড়ির শোভাযাত্রা হয়েছে। বুধবার কালেক্টরেট চত্বরে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে ফের কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
গরুর গাড়ির পেছনে পেছনে নারীরা নিজ নিজ সংগঠনের ব্যানারসহ অধিকার সংবলিত বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন। পরে কালেক্টরেট সম্মেলনের অমিত্রার সভাকে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সহকারি কমিশনার নুসরাত ইয়াসমিন। জেলা প্রশাসক বলেন, নারীর পথের বাধা অতিক্রম করতে পারলে কাঙ্খিত সাফল্য আসবে। পুরুষের সাথে নারীর সাফল্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

