শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ডাকাতির অভিযোগে শ্রমিক ইউনিয়ন থেকে মিজানুর রহমানকে বহিস্কার

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ ডাকাতির অভিযোগে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন থেকে মিজানুর রহমান নামে এক সদস্যকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনালের প্রধান কার্যলয় এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় বলা হয়েছে, সোমবার (৭মার্চ) রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় পুলিশ ও ডাকাত চক্রের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সাতীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এসআই রাজিবসহ থানা পুলিশের কয়েকজন সদস্য আহত ও এএসআই আনোয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ মিজানুর রহমানকে গুলিবিদ্ধসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।

পরে বিভিন্ন পত্রিকায় খরবটি প্রচার হয়। এই অভিযোগের ভিত্তিতে সংগঠনের নিয়ম অনুযায়ী সদস্য মিজানুর রহমানকে বহিস্কার করা হয়েছে। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারল সম্পাদক সেলিম রেজা মিঠু, সহ-সভাপতি লাহেদ হোসেন জনি, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারু অর রশিদ ফুলু, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুন, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম,আব্দুর রাজ্জামাক,আব্দুর রউফ প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বশেষ