রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

আজ যশোরের ৩ উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন নিরপেক্ষ ভোট গ্রহণে কঠোর অবস্থানে আইনশৃংখলা রক্ষা বাহিনী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
আজ যশোরের ৩ উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা রক্ষা বাহিনী। শনিবার ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এই ৩ উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১ হাজার ৮৭৮ জন প্রার্থী। সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের লক্ষে ২৭ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ২ হাজার ৫৯১ পুলিশ দায়িত্ব পালন করবে ।
জেলা নির্বাচন অফিসের সহকারী মামুন জানান, তিন উপজেলায় ১ হাজার ৮৭৮ জন প্রার্থীর মধ্যে বাঘারপাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৫০ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনে ১০২ ও সাধারণ আসনে ৩১৯ জন প্রার্থী। ৮১ কেন্দ্রের ৪৮৫ বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনে দায়িত্ব পালন করবে ৮১ জন প্রিজাইডিং অফিসার ৪৮৫জন সহকারী প্রিজাইডিং অফিসারসহ থাকবে ৯৭০জন পোলিং এজেন্ট। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ১৭৫জন। মনিরামপুরের ১৬টি ইউনিয়নে মোট প্রার্থী ৮৬৩ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭৮ জন, সংরক্ষিত ১৮০ জন ও সাধারণ আসনে ৬০৫জন। এ উপজেলায় ভোট গ্রহন হবে ১৫২ কেন্দ্রের ৮০৫টি বুথে। নির্বাচনের দায়িত্ব পালন করবেন ১৫২জন প্রিজাইডিং অফিসার ৮০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৬১০ জন পোলিং এজেন্ট। মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৯২১জন। শার্শা উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন ৫৪৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন,সাধারণ আসনে ৪০৬ জন ও সংরক্ষিত আসনে ৯৫ জন। এ উপজেলায় ১০৮টি কেন্দ্রে ৬২৭টি বুথে ভোট গ্রহন ানুষ্ঠিত হবে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১০৮জন প্রিজাইডিং অফিসার, সকারী প্রিজাইডিং অফিসার ৬২৭ জন ও পোলিং এজেন্ট ১ হাজার ২৫৪জন। এউপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৮ জন।
জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আতিকুল ইসলাম জানান,নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যালট পেপার,ব্যালটবক্স কেন্দ্র পাঠিয়ে দেয়া হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, ২৭ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি পালন করবে। জেলা অতিরিক্তু পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তিন উপজেলায় ২ হাজার ৫৯২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে মনিরামপুরে ১ হাজার ১৫৫জন, শার্শায় ৮০৩ জন ও বাঘারপাড়ায় ৬৩৪জন। নির্বাচনে কোন বিশৃংখলা প্রশয় দেয়া হবে না। নির্বাচন সুষ্ঠু অনুষ্ঠানের লক্ষে কঠোর অবস্থানে থাকবে পুলিশ প্রশাসন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ