শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সতীশ কৌশিক আর নেই

আরো খবর

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক আজ বৃহস্পতিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অভিনেতা অনুপম খের টুইট করে এ তথ্য জানিয়েছেন।

দিল্লিতেই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সতীশ। এমন সময় হঠাৎ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা, প্রযোজক, কৌতুক অভিনেতা, চিত্রনাট্য লেখক, এমন নানা বিশেষণে নিজেকে সমৃদ্ধ করেছিলেন সতীশ কৌশিক। ১৯৫৬ সালে জন্ম নেওয়া সতীশ দিল্লি ইউনিভার্সিটির কিরোমি মাল কলেজ থেকে স্নাতক শেষ করার পর তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়াশোনা করতে যান।

রাম লক্ষণ, জানে ভি দো ইয়ারো এবং মিস্টার ইন্ডিয়ার মতো তুমুল জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন সতীশ। একইসঙ্গে তিনি ‘রুপ কি রানি, চোরো কা রাজা’, ‘প্রেম’, ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’ ও ‘তেরে নাম’-এর মতো দর্শকনন্দিত সিনেমা পরিচালনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ