নিজস্ব প্রতিবেদক:যশোরে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘনায় তার সাথে থাকা আরও একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটায় শংকরপুর যশোর কলেজের সামনে। নিহত লিমন মুড়লি মোড়ের ওসমানের ছেলে ও আহত ইউসুফ একই এলাকার লালুর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিমন ও ইউসুফ মোটরসাকেলে যাচ্ছিলেন। এমনসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে মুখোমুখি ধাক্কা দেয়। এসময় লিমন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জরুরী বিভাগের চিকিৎসক সালাউদ্দীন জানান, হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে লিমনের। এছাড়া ইউসুফের শরীর দিয়ে অতিরিক্ত রক্ষক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।
