নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীমকে আটক করেছে র্যাব-৬। শনিবার ভোর রাতে সাতীরা জেলার বিনাপোতা তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার কামালপুর গ্রামের সাহাবুদ্দিন মুন্সীর ছেলে।
র্যাব জানায় আটক শামীম কামালপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায়
মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
২০১২ সালের এপ্রিল মাসে শামিম হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনা জেলার বটিয়গাটা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় এবং
তার নামে খুলনা বটিয়াগাটা থানায় মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে শামীম তার মাদক ব্যবসা পুনরায় চালু করে।
এদিকে মামলার বিচারে অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত শামিম হোসেন (২৮)’কে যাবজ্জীবন সাজাসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। এর পর থেকে সে পলাতক ছিল। গ্রেফতারকৃত শামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম আটক

