শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পারুলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস নির্মাণকাজ শুরু

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস নির্মাণকাজ শুরু হয়েছে। রবিবার সকালে পারুলিয়া বাজারের ইছামতি সিনেমা হল অভিমূখে পূর্ব নির্ধারিত সরকারি জমিতে এ অফিস নির্মাণকাজ উদ্বোধন করা হয়। বাজার ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় কমিটির অপর দুই উপদেষ্টা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাবেক ইউপি সদস্য গাজী শহিদুল্যাহ, কমিটির সভাপতি ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিসহ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ