শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কুয়েতে পাঠানোর কথা বলে টাকা নিয়ে লাপাত্তা কালীগঞ্জের ২ আদম ব্যবসায়ী

আরো খবর

 হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আদম ব্যবসায়ীদের খপ্পড়ে পড়ে বর্সশান্ত কয়েকটি পরিবার। দিনের পর দিন দিয়েও বিদেশ পাঠানো দূরের কথা টাকাও ফেরত দিচ্ছে নাএই চক্র। এরকম কিছু ভুক্তভোগীর মধ্যে  জামাল ইউনিয়নের তৈলকূপী গ্রামের গোবিন্দ বিশ্বাসের  ছেলে নান্টু বিশ্বাস  দীর্ঘদিন ধরে এই প্রতারনার স্বীকার। এছাড়া কয়েকটি পরিবারের সাথে এ ধরনের প্রতারনা করা হয়েছে বলে অভিযোগ আছে।

ভুক্তভোগী নান্টু বলেন,গত  ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মৃত আনসার আলী বিশ্বাসের  ছেলে মোজাফর বিশ্বাস  ও শরিফুল বিশ্বাস  ৩ লক্ষ ৭৫ হাজার টাকা নেয় কুয়েতে পাঠানোর নামে। কালীগঞ্জ শস্যহাটায় শাহারিয়া কবির নান্না,কিনা দাস,নাইম ইসলাম সহ আমার মা সন্ধ্যা রানী বিশ্বাসের উপস্থিতে স্থানীয় ব্যক্তিবর্গের সামনে এ টাকা সে গ্রহন করে । এ বিষয়ে মোজাফর ও শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। ভুক্তভোগী দেওয়া তথ্য মতে জানা যায়, বর্তমানে তারা ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বারাসাদ কাজীপাড়ায় পরিবারসহ পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা (ওসি)  জানান, আদম ব্যাবসার নামে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তপূর্বক অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ