শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বাষির্কী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আরো খবর

শাহাজান শাকিল, মণিরামপুর:যশোরের মণিরামপুর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে আজ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে মণিরামপুর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে সকাল ৯টার দিকে  পুস্পস্তবক অর্পণ করেন মণিরামপুর উপজেলা প্রশাসন, স্কুল কলেজ  সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মণিরামপুর উপজেলা মিলনায়তন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া মণিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি ও পলাশ ঘোষ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি দোলখোলা মোড় থেকে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে শেষ হয়। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে যোগ দেয় আলোচনা সভায়। পরবর্তীতে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে  মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান এর সভাপতিত্বে   আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও পল্লী উন্নায়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এম পি।  কেক কাটার মাধ্যমে জাতীয় শিশু দিবস উদযাপন  করা হয়। সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ