নিজস্ব প্রতিবেদক
মহামারী করোনা ভাইরাসের প্রকোপ কাটিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে এইসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতে থাকবে কঠোরতা। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ। এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২২৭টি কেন্দ্রে ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। যাদের মধ্যে ছাত্র ৬৭২৪২ জন ও ছাত্রী রয়েছে ৬৩৯১৭ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার খাতা কেন্দ্রে পাঠিয়ে দেয়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রসাসকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ ভিজিলেন্স টিম মনিটরিং করবে।
