বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে ভারতে
পাচারকারকালে ১কোটি৩১লাখ টাকা মুল্যের ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী
কামরুজামান কামরুলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ খুলনা ২১
বিজিবি সদস্যরা। আটক কামরুজামান গোগা গ্রামের কুদরত উল্লাহর ছেলে।
আটককৃত স্বর্নের ওজন ১কেজি ৫শ৫৬ গ্রাম বলে জানান বিজিবি কর্মকর্তা।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তানভির রহমান জানান, মঙ্গলবার সকালে
শার্শার গোগা সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যা”েছ
জানতে পারেন বিজিবি। গোগা ক্যাম্প কমান্ডার দিলবার রহমানের নের্তৃত্বে
একদল বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গোগা জোব্বারের মোড়
নামক ¯’ান থেকে সন্দেহভাজন কামরুলকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ
কায়দায় বাধা অব¯’ায় ১৩টি স্বর্নের বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের
আনুমানিক মূল্য এক কোটি ৩১লক্ষ ৭৯হাজার ৩শ২০টাকা।
উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে। স্বর্ণ
পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
পাচারের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
শার্শা সীমান্তে কোটি টাকা মুল্যের সোনাসহ পাচারকারী আটক

