শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইল ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল মেলা

আরো খবর

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল চিলড্রেন ভয়েস স্কুলের আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল সৃজনশীল মেলা। মঙ্গলবার নড়াইল চিলড্রেন ভয়েস স্কুল চত্বরে ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের বানানো বিভিন্ন জিনিসপত্র নিয়ে ৮টি ষ্টল খোলা হয়। ষ্টল গুলোতে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাধারা থেকে তৈরী করা বিভিন্ন জিনিস প্রদর্শন করে।
মেলা শেষে শ্রেণী ভিত্তিক পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। এসময় নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ (অবঃ) ডাঃ সৈয়দ নাজমুস শাহাদাৎ এর সভাপতিত্বে বিদ্যালয়ের পরিচালক সৈয়দ নাজমুস সাকিব, অধ্যক্ষ শারমিন হক, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ