শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চারুপীঠ আর্ট স্কুল ও সাংস্কৃতিক সংগঠন উল্লাসের উদ্যোগে আল আমিন মডেল একাডেমির হলরুমে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক রেজাউল ইসলাম, আল আমিন মডেল একাডেমির অধ্যক্ষ সুমন দাস, শিক্ষক সাহা বৈদ্য নাথ, স্বপ্না অধিকারী, শংকর প্রসাদ দাস ও চারুপীঠের সহকারী পরিচালক মৌসুমী মজুমদার। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন গ্রুপের ২১ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া সেরা শিক্ষার্থীকে হিসেবে সমৃদ্ধি মজুমদার মেধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ