যশোরের শার্শা বেনাপোলে পুৃষ্টিগুনে ভরা সবজি সুমিষ্টি কুমড়া চাষে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকেরা। ফলন ও দাম ভাল পেয়ে খুশি তারা। ˜িগুন বেড়েছে কুমড়া চাষ লাভবান হচ্ছে চাষী। সফলতার মুখ দেখছে কৃষকেরা। পরিবারে ফিরছে স্বচ্ছলতা।
যশোরের শার্শা ও বেনাপোলে বানিজ্যিক ভাবে শুরু হয়েছে কুমড়া চাষ। অল্পদিনে স্বল্প খরচে কুমড়া চাষে দ্বিগুন লাভ হওয়ায় অনেকে করছেন কুমড়া চাষ। বিষমুক্ত কুমড়ার চাহিদাও ভাল। ফলে বাজারে কুমড়ার দাম ভাল পাচেছ কৃষকেরা। প্রতিকেজি কুমড়া বিক্রি হচ্ছে১৫থেকে ২০টাকায়। প্রতিম বিঘায় ১ তেকে১৫হাজার টাকা খরচে পাওয়া যায় ৩০থেকে ৪০হাজার টাকা। ফলে কুমড়া চাষে আগ্রহী হচ্ছে চাষীরা। লাভবান তারা
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান,স্থানীয় বাজারে কুমড়া চাহিদা রয়েছে ভাল। কৃষকের বিভিন্ন প্রকার সহযোগিতা ও প্রশিক্ষন দিচ্ছেন কৃষি বিভাগ। ফলে চাষ বেড়েছে দ্বিগুন। কুমড়া চাষে কৃষকের উৎমাহ দিচ্ছেন তারা। চলতি মৌসুমে শার্শা উপজেলায় ১শ৮০হেক্টর জমিতে হয়েছে কুমড়া চাষ।
বেনাপোলে মিষ্টি কুমড়া চাষ বেড়েছে দ্বিগুন-স্বচ্ছলতা

