শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছার ২৭ মামলার আসামি শহিদুল ইসলাম আটক

আরো খবর

 
নিজস্ব প্রতিবেদক: চৌগাছার ২৭ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম মুন্সিকে আটক করেছে ডিবি পুলিশ। শহিদুল ইসলাম ওরফে এসময় তার সহযোগী আসাদুল ইসলামকেও আটক করেছে।
এসময় তাদের কাছথেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে পুড়াপাড়া গ্রামের শরিফুর রহমানের তৃতীয়তলা ভবনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় যার দাম চার লাখ ৮০হাজার টাকা।
পুলিশ আরো জানিয়েছে, শহিদুল ইসলাম শুধু শীর্ষ মাদক বিক্রেতা নয়। সে একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা, বিস্ফোরক আইনের মামলাসহ ২৭টি মামলা রয়েছে।
এছাড়া, যশোরের সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই তৌফিকুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা বাবুবাজার এলাকার একটি বাইসাইকেলের গ্যারেজের সামনে থেকে ২২০ গ্রাম গাঁজাসহ আজিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। আজিম ওই গ্রামের পিয়ার আলীর ছেলে। #

আরো পড়ুন

সর্বশেষ