শার্শা প্রতিনিধি:২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
সভায় শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীব, কৃষি অফিসার প্রতাপ মন্ডল,প্রকৌশলী মামুন হাসানসহ মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

