বেনাপোল প্রতিনিধি:মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমজানের পবিত্রতায় বেনাপোল চেকপোষ্টে৩ শতাধিক এলাকার দু:স্থ্য নারী শিশু ও বৃদ্ধদের মধ্যে ইফতারি সামগ্রী বিতরন করেছেন বর্ডার গার্ড বিজিবির ।
রবিবার সন্ধায় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে ইফতার সামগী বিতরন করেন যশোর ৪৯ বিজিবি
ব্যাটরলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সেলিম উদ জ্জোহা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সেলিম উদ জ্জোহা জানান প্রতিবছরের
ন্যায় বিজিবি মহা পরিচালকের পক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্ত এলাকার দু:স্থ্য মানুষের
মধ্যে বিতরন করা হয় উন্নত মানের ইফতার সামগ্রী। ।
বেনাপোল চেকপোষ্টে নারী শিশুর মধ্যে বিজিবির ইফতারি বিতরন

