শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবসে বেনাপোল- বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ –

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে রবিবার সকাল থেকে
আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেড়েছে পন্যবাহি ট্রাকের জট তবে এ সময় দুই দেশের মধ্যে
পাসপোর্ট যাত্রী যাতায়াত রযেছে স্বাভাবিক। সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬৭টি খালি ট্রাক
ফিরে গেছে ভারতে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান রোববার (২৬ মার্চ) সরকারি ছুটি
থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ২৭
মার্চ সোমবার সকাল থেকে বন্দরে পুনরায় বাণিজ্য সচল হবে। এছাড়াও বন্ধের মধ্যে বেনাপোল
বন্দরের যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করার নির্দেশ
দেওয়া হয়েছে।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকলেও
ইমিগ্রেশন রয়েছে খোলা। সকাল থেকে বিকাল পর্যন্ত সাড়ে ৩হাজার যাত্রী যাতায়াত করেছে বলে
জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ