শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক ছুরিকাহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক ছুরিকাহত হয়েছে। তারা হচ্ছে এনাম(২২) পিং মোঃ কুদ্দুস সাং বেজপাড়া বিহারী কলোনি , নাসির উদ্দিন (২৬) পিং মৃত বাবু হোসেন সাং বেজপাড়া বিহারী কলোনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে বেজপাড়া কবরস্থান এলাকায়। আহতরা মোবাইলে গেম খেলছিলো।এমন সময় অতর্কিতভাবে দুই মোটরসাইকেলে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক (যাদের বয়স ১৫/১৭পযন্ত হতে পারে) অতর্কিত ভাবে দেশিও অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এনামের ডান হাতের তালু ও নাছিরের বাম হাতের পেশিতে ছুরিকাঘাত করে।

একপর্যায়ে কোনো মতে প্রাণ নিয়ে স্থান ত্যাগ করে তারা। এনাম ও নাসির উদ্দিন জানায়, তারা  যশোর জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকৎসা নিয়েছে।  এনাম ও নাসিরুদ্দিন জানায়, দীর্ঘ ৮-১০ বছর ফাহিম ইন্টারন্যাশনাল মোটর পার্টস এর দোকানে দুজনে চাকরি করি, যা বেতন পায় তা দিয়ে কোনভাবে জীবন যাপন করি। কয়েক মাস আগে বেতন বাড়ানোর কথা বললে মিথ্যা আশ্বাস দিয়ে অপেক্ষা স্বরূপ আমাদের রেখে দেয়, পরে  বিতর্ক সৃষ্টি করে চুরির অপবাদ দিয়ে নিজস্ব কিশোর গ্যাং দিয়ে  আমাদের ভবিষ্যতের জন্য আমার এবং আমার মায়ের সিরিয়ালের জমানো টাকা মালিকপক্ষ অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বভাবে আমাদের উভয়ের ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেয়।

তারা আরো জানায়, আমাদের আগে এই প্রতিষ্ঠানে কর্মচারী স্বরূপ যারা চাকরি করতো তারাও বেতন বাড়ানোর দাবি জানালে একইভাবে তাদেরকেও চুরির অপবাদ দিয়ে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।  মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন শেষ করে ফেরার পরে আমাদের এলাকার কবরস্থান সংলগ্নে আমরা দুইজনে মোবাইলে ভিডিও গেম খেলছিলাম এমন সময় অতর্কিতভাবে দুইটি মোটরসাইকেলে ৪ থেকে ৫ জন যাদের বয়স ১৫ থেকে ১৭ হবে , আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং দুজনকে ছুরি আঘাত করে।

আরো পড়ুন

সর্বশেষ