নিজস্ব প্রতিবেদক
আজ সকাল ১০ টা থেকে শুরু হচ্ছে খাদ্য বিভাগের অধিনন্থ উপ-খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা। আর এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে যশোরে প্রবেশ করছে অতিরিক্ত ৪০ হাজার মানুষ। দুরের পরীক্ষার্থীরা গতকালই আবাসিক হোটেল উঠেছেন। আবার অনেকে আতœীয়ের বাড়ি এসছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, দেড় ঘন্টার এই পরীক্ষা বেলা সাড়ে ১১ টা পর্যন্ত নেয়া হবে। ২০ হাজার ৮৮৩ জন চাকরি প্রত্যাশি যশোরের ২৪ টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রগুলো হচ্ছে যশোর জিলা স্কুল, সরকারি সিটি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, উপ-শহর মহিলা ডিগ্রি কলেজ, কালেকটরেট স্কুল, আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজ, যশোর কলেজ, পিটিআই স্কুল, এমএম কলেজ, মুসলিম একাডেমি, প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, উপশহর কলেজ, সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়, নিউটাউন বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল, বাদশা ফয়সাল ইন্সিটিটিউট, সম্মিলনী ইন্সিটিউট, মাহমুদুর রহমান বিদ্যালয়, যশোর সরকারি কলেজ, উসলামী বালিকা বিদ্যালয় ও আব্দুস সামাদ একাডেমি।
