ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছায় ইভটিজিংয়ের শিকার হয়ে সপ্তম শ্রেনির শিক্ষার্থী অনি রায়ের আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে অনির লাশ বাড়িতে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরন ঘটে।
কিছুসময় বাড়ির আনুষ্ঠানিকতা শেষে পরিবার, স্থানীয় এলাকাবাসি ও সহপাঠীরা লাশ নিয়ে যশোর- বেনাপোল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা মোড়ে এসে রাস্তার মাঝখানে লাশের কফিন রেখে রাস্তায় অবস্থান নেয়। এসময় বিক্ষোভকারিরা একই স্কুলের ১০ শ্রেনির শিক্ষার্থী হাসপাতাল রোড়ের জামালউদ্দিনের ছেলে সাকিবকে জড়িয়ে স্লোগান দিতে থাকে। এছাড়া প্রধান শিক্ষকের পক্ষ থেকে উল্লেখিত ঘটনার কোন ব্যবস্থা গ্রহন না করায় তাকে অপসারন দাবি করে। পরে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনাস্থলে এসে বিক্ষোভকারিদের দাবি শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে অনি রায়ের সাথে ইভটিজিংয়ে জড়িতদের আটকের আশ^াস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

