শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

হরিণাকুন্ডুতে জমি সহ পরিত্যক্ত ভবণ হস্তান্তর

আরো খবর

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার সীমানার মধ্যে সাবেক দৌলতপূর ইউনিয়ন পরিষদ ভবণ(ধ্বংস প্রাপ্ত) ও সাবেক কৃষি ব্যাংক ভবণ(পরিত্যক্ত) সহ ৪৪শতক জমি থাকায় তার মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগমের নির্দেশনায় পৌর মেয়র ফারুক হোসেন এর কাছে মালিকানা হস্তান্তর করলেন দৌলতপূর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পৌরসভার আয়োজনে বুধবার বেলা ১২টায় হস্তান্তরিত জমি প্রাঙ্গনে, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পৌরসভার মেয়র ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান লিটন, ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, পৌর প্রকৌশলী রাশেদ আলী খান,প্রধান সহকারী মকবুল হোসেন, হিসাব রক্ষক ইকরামুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, লালনশাহ কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌরসভা ও দৌলতপূর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ