কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগের মনোনয়ন পেতে কেশবপুরের নেতারা এখন ঢাকামুখি। তফসিল ঘোষণার পরেই এ উপজেলা থেকে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী প্রায় অর্ধশতাধিক নেতা তাদের পছন্দের নেতৃবৃন্দ নিয়ে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে করছেন চেষ্টা-তদবির।
কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নেই নৌকা প্রতীকের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ঢাকাতে অবস্থায় করায় এলাকা প্রায় নেতাশূন্য হয়ে পড়েছে।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করায় উৎসবের আমেজ শুরু হয়েছে ইউনিয়নের প্রতিটি এলাকায়। বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয়দের নজর এখন ঢাকার দিকে। কে আনছেন নৌকা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ৮৬ জন মনোনয়নপ্রত্যাশী নেতা গতমাসে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। নৌকা প্রতীক না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন না মর্মে সে সময় আগাম অঙ্গীকারনামা নেওয়া হয়েছিল।
তবে যোগ্য ব্যক্তি নৌকা না পেলে সতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কাজ করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে নৌকার মাঝি দেখেই তবে দিবেন ভোট।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, পুনরায় নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঢাকাতে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, আজ (বুধবার) মনোনয়নপত্র জমা দিব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, দলীয় মনোনয়ন নেওয়ার জন্য নেতারা ঢাকায় অবস্থান করছেন। তিনিও ঢাকাতে আছেন। দল যাকে মনোনয়ন দেবেন উপজেলা আওয়ামী লীগ তার পক্ষেই কাজ করবেন।

