শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরের তাঁজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আরো খবর

 মণিরামপুর প্রতিনিধি: কঠোর নিরাপত্তার বেষ্টনীতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়ায় বহুল আলোচিত যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তঁাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৩০শে মার্চ সকাল ১০টা থেকে এক টানা বিকাল ৪টা পর্যন্ত চলে স্কুল কমিটিরল নির্বাচনের ভোট গ্রহণ।
 ম্যানেজিং কমিটির এ নির্বাচনে ভাইপো শাহাজাহান কবির প্যানেল এককভাবে বিজয়ী হয়েছেন। পরাজিত প্যানেল হলেন চাচা  মহাসিন কবির প্যানেল।
তথ্যমতে এ নির্বাচনে দুটি প্যানেলে দুইজন মহিলা সহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০১ জন অভিভাবক  ভোটারের মধ্যে ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শাহাজান কবির প্যানেলের আব্দুর জব্বার ৫৭ ভোট, মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মোড়ল ৬১ ভোট, জিয়াউর রহমান ৫৭ ভোট, জিয়াউর রহমান ৫৪ ভোট ও মহিলা সদস্য সালমা খাতুন ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে চাচা মহসিন কবির প‍্যানেলের  আবু বাক্কার ৩৭  ভোট, আশরাফু উজ্জান ৩৫ ভোট, বাবুল আক্তার ৩৮ ভোট, মুজিবর রহমান ৩৫ ভোট এবং মহিলা প্রার্থী পাপিয়া খাতুন ৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ভোটগ্রহণে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার।
আইনশৃংখলার কঠোর নিরাপত্তায় প্রশাসনিক দায়িত্বে ছিলেন, মণিরামপুর থানা পুলিশ, রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ও ঝাঁপা ফাঁড়ি পুলিশ। এছাড়াও স্পেশাল প্রশাসনিক নিরাপত্তার জন্য যশোর জেলা র‌্যাব-৬ ও জেলা গোয়েন্দা শাখার নজরদারিও জোরদার ছিলো।ভোট গ্রহনের মাঝে ভোট কেন্দ্র পরিদর্শন করেন মণিরামপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান।

আরো পড়ুন

সর্বশেষ