শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টানা ২ দিন বন্ধের কবলে বেনাপোল বন্দর,২কিলোমিটার পণ্যবাহি ট্রাকজট

আরো খবর

শার্শা / বেনাপোল প্রতিনিধি:ভারতের পেট্টাপোল বন্দরের প্রবেশমুখে স্কানার বসানোর দাবীতে শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে টানা ২দিন বন্ধের কবলে পড়েছে স্থলবন্দর বেনাপোল। শনিবার থেকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশী পন্য রফতানি বন্ধ রয়েছে। তবে ভারত থেকে পন্য আমদানি রয়েছে স্বাভাবিক। টানা ২দিন রফতানি বন্ধের ফলে বন্দর এলাকায় ২কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যান ও পন্যজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বাড়ছে শ্রমিকদের। বাড়ছে ডেমারেজ। পন্য আমদানিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে সুরাহে বন্দর ও কাষ্টম কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছেন বলে জানান বন্দর পরিচালক আব্দুল জলিল।

বন্দর পরিচালক আব্দুল জলিল ওভারতের পেট্টাপোল ষ্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাত্তিক চক্রবর্তী বলেন,ভারতের পেট্টাপোল বন্দরে আধুনিক স্কানার বসানোর দাবীতে শনিবার থেকে কর্মবিরতি পালন করছে ৫টি সংগঠন। ফলে বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে,পাট,চট,জুতা,পেন্ট ও শার্ট সহ বিভিন্ন পন্য ভারতে রফতানি। শুক্রবার বিকালে আসা পন্যও রফতানি হতে পারেনি। ফলে টানা ৩দিনে শতশত পন্যবাহি ট্রাক আটকা পড়েছে বন্দরে। ভয়াবহ যটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ বাড়ছে ব্যাবসায়িদের।ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাবসায়িরা,এর সুরাহা চান তারা।

উল্লেখ্য,সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে রফতানি হওয়া একটি পন্যবাহি ট্রাকে স্বর্নের চালান জব্দ করে বিএসএফ। এ ঘটনায় জড়িত সন্দেহে পরিকল্পিতভাবে ভারতের এক সিএন্ডএফ কর্মিকে আটক করে পুলিশ। মিথ্যা মামলা থেকে মুক্তিসহ পেট্টাপোল বন্দরে প্রবেশমুখে২টি স্কানার বসানোর দাবীতে কর্মবিরতি করেন তারা তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বন্দর ও কাষ্টম রয়েছে খোলা। লোড আনলোড চলছে। বিষয়টি সুরাহে ভারত ও বাংলাদেশ কর্তৃপক্ষ বৈঠকে বসেছেন বলে জানান বন্দর ও কাষ্টমস সংশ্লিষ্টরা।

 

আরো পড়ুন

সর্বশেষ