হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে বোমা হামলাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার বড় শিমলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বড় শিমলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপাড়া এলাকার কয়েকটি বাড়িতে অতর্কিত হামলা চালায় ২৫-৩০ জনের একটি গ্রুপ। তাদের সবার হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, দাঁ, রামদা, চাইনিজ কুড়াল ছিল। এসময় তারা আনারুল ও জব্বারের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলার সময় আনারুল ও জব্বার মাঠে ছিল।
তাদের স্ত্রী-সন্তানেরা ভয়ে বাসার ছাদে আশ্রয় নেয়।
স্থানীয়রা আরও জানায়, এসময় হামলাকারীরা বাসার ছাদ লক্ষ্য করে দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়াও আশেপাশে আরও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় বোমার বিস্ফোরণ ঘটানোর সময় সবুজ নামে এক যুবক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে সেটি এখন নিশ্চিত নয় বলেও জানান তিনি।

