শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ৬৬৭ বস্তা ছোলা লোপাটের ঘটনায় ট্রাক ড্রাইভারসহ গ্রেফতার-২

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:  ভারত থেকে আমদানিকৃত ৬৬৭ বস্তা ছোলা প্রতারণাপূর্বক আত্মসাৎ করায় এক ট্রাক ড্রাইভারসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা, যশোর।

গ্রেফতারকৃত আসামীরা হলো, হাসান আল মামুন রাজন (৩০) (ট্রাক ড্রাইভার), পিতা মৃত- আবু বকর সিদ্দিক, সাং- বসুন্দিয়া, থানা- কোতয়ালী, জেলা-যশোর ও খাসিয়ার রহমান মিঠু (৪০), পিতা মৃত- মোদাচ্ছের রহমান, সাং- দেহাটি, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা।

অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর রুপণ কুমার সরকার, পিপিএম (বার) জানায়, বেনাপোল স্থল বন্দর এলাকায় আঃ মান্নানের “আছিয়া ট্রান্সপোর্ট” নামে একটা প্রতিষ্ঠান আছে। “মেসার্স সৈকত ট্রেডার্স”, চাকতাই কোতয়ালী, চিটাগাং ভারত হতে বিভিন্ন মালামাল বাংলাদেশে আমদানি করে। ” আছিয়া ট্রেডার্স” উক্ত প্রতিষ্ঠানের মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় উক্ত ট্রেডার্সের আমদানিকৃত ছোলার মধ্যে হতে ৬৬৭ বস্তা ছোলা যার ওজন ২০টন ৯০ কেজি, মূল্য ১৬,০০,০০০/= টাকা, যাহা “সাগর ট্রেডার্স রাজবাড়ী” তে পাঠানোর জন্যে ২৮/০৩/২৩ তারিখ ট্রাক লোড করে পাঠায়। পরবর্তীতে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়। পরবর্তীতে, বাদীর অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৬, তাং-০২/০৪/২৩ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০/১০৯ পেনাল কোড এর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনগনের সমন্বয়ে একটা চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন। ০৩/০৪/২৩ খ্রিঃ তারিখ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার সহ আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করেন।

আরো পড়ুন

সর্বশেষ