নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এ্যালামনাই অ্যাসোসিয়েশন যশোরের উদ্যোগে পারিবারিক মিলনমেলা, তীর্থস্থান ভ্রমণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর চাঁচড়ার শ্রীশ্রী দশ মহাবিদ্যা ইসকন মন্দিরে এ আয়োজেন সভাপতিত্ব করেন প্রফেসর শৈলেশ কুমার রায় (অব:)।এতে জগন্নাথ হল এ্যালামনাই অ্যাসোসিয়েশন যশোরের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। শুক্রবার বেলা ১১টায় আয়োজিত এ পরিষদে সভাপতি নির্বাচিত হন প্রফেসর অমল কুমার বিশ্বাস, সহ-সভাপতি সাধন কুমার দাস, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাস, কোষাধ্যক্ষ বিষ্ণু কুমার পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক অনুপ কুমার ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক সবুজ হালদার, দপ্তর সম্পাদক সুবল কুমার দেবনাথ, গ্রন্থনা ও প্রচার সম্পাদক সুদীপ সিংহ রায়, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক চ ল কুমার বাছাড়। সমগ্র আয়োজন স াচালনায় ছিলেন সাধন কুমার দাস।
এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন ছাত্ররা অংশ গ্রহন করেন।#

