নিজস্ব প্রতিবেদক: র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুরে যশোর শহরের খালদার রোডস্থ জনৈক ইসলাম এর মালিকানাধীন ইসলাম স্মৃতি ক্লাব দ্বিতীয় তলা ভবনের ২য় তলায় ইসলাম স্মৃতি ক্লাবে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ প্যাকেট তাস ও জুয়া খেলার নগদ ২৩ হাজার ১শ’ ২০ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোক্তার মল্লিক ও রেবেকা বেগমের ছেলে হাফিজুর ইসলাম,শহরের বারান্দীপাড়া কদমতলার মৃত করম আলী ও সখিনা বেগমের ছেলে ওমর আলী শেখ, মাগুরা জেলার মোহাম্মদপুর উজেলার কালুকান্দি গ্রামের বর্তমানে শহরের চাঁচড়া রায়পাড়া শ^শুর মোঃ মোরশেদ এর বাড়ির মৃত মোসলেম শেখ এর ছেলে জাহাঙ্গীর শেখ,যশোর শহরের বারান্দীপাড়া কদমতলার মৃত আবুল কাশেম ও আনোয়ারা বেগমের ছেলে মাসুদ রানা ও ভোলা জেলার সদর উপজেলার চশমারিয়া/জয়গুপি গ্রামের বর্তমানে যশোর শহরের লোন অফিস পাড়া ইসহাকি ময়ার বাড়ির ভাড়াটিয়া মৃত সাহেব আলী ও জয়তুন নেছার ছেলে মোঃ সিদ্দিক ওরফে জাহাঙ্গীর।
র্যাব-৬ যশোর ক্যাম্প জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পৌনে ২ টায় র্যাবের একটি চৌকসদল গোপন সূত্রে খবর পান উক্ত ক্লাবে তাস দিয়ে জুয়ার আসর বসেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা জুয়াড়ীরা পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদের কাছ থেকে ১০ প্যাকেট জুয়া খেলার তাস, জুয়ায় ব্যবহৃত নগদ ২৩ হাজার ১শ’ ২০ টাকা ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড ও ৮ প্যাকেট সিগারেট জব্দ করেন। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে জুয়া আইনে মামলা করেন।#
যশোরে ইসলাম স্মৃতি ক্লাবে র্যাবের অভিযান ৫ জুয়াড়ী আটক

