শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির সর্দারসহ  গ্রেপ্তার -৩

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবুসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার  করেছে পুলিশ। শনিবার  রাতে তাদের সাতক্ষীরার কালীগঞ্জ, যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থান থেকে  তাদের আটক করা হয়। রবিবার(৯এপ্রিল)  দুপুরে  সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা  পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার  শ্যামনগর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের জবেদ আলীর ছেলে আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু (৩৫) বাবুর স্ত্রী আয়েশা খাতুন(২৮) ও  সদর উপজেলার খানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৫)।
পুলিশ সুপার জানান, ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টি তৎপর হয়েছে। গ্রেপ্তারকৃতরা  জেলায় বিভিন্ন সময়ে নানা ধরনের চুরি সংঘটিত হয়ে আসছিলো। ৩১ মার্চ রাতে সদর থানা এলাকায়  অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চেতনানাশক ঔষধ স্প্রে করে নগদ ৯ হাজার টাকা ও ১০ আনা ওজনের স্বর্ণের কানের দুল যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের ৫ আনা ওজনের একটি আংটি চুরি করে। এছাড়া তারকিছুদিন পরে  কুলপোতা গ্রামের হারাণ চন্দ্রের বাড়িতে একই ভাবে চুরি সংঘটিত হয়। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে অজ্ঞান পার্টির সর্দার বাবুকে আটক করা হয়েছে। এ সময় বাবুর স্ত্রী ও সহযোগী সাগরকে গ্রেপ্তার  করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে  অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের বাবুর স্বীকারোক্তিতে  লুটের ৫ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, নগদ নয় হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও এক বোতল চেতনানাশক তরল পদার্থ , এক কৌটা চেতনানাশক গুড়া ও দুই বোতল পোর্টেবল গ্যাস রেন্স উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন,অজ্ঞান পার্টির সর্দার বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। তার  সহযোগী সাগরের বিরুদ্ধে ৫ টি মামলা চলমান।

আরো পড়ুন

সর্বশেষ