শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ৯লাখ টাকার  শাড়ী থ্রীপিচসহ ২ চোরাচালানী আটক

আরো খবর

 শার্শা প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে  ভারতীয় শাড়ী, থ্রীপিচ, থান কাপড় ও বিভিন্ন প্রসাধনীসহ ৯লাখ,১৪হাজার,৪২৫/-টাকা মুল্যের নিষিদ্ধ ঘোষিত চোরাই পন্যসহ মাহবুব শেখ ও আব্দুর রহিম নামে ২ চোরাচালানীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ
 মাহবুব শেখ বেনাপোল ভবাড়বেড় গ্রামের তোতা মিয়া শেখের ছেলে।  আঃ রহিম ছোট আচড়া গ্রামের লাকার বাদশা ফকিরের ছেলে।
পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান.
যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদারের নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ রবিবার বিকালে ভবেরবেড় রেল স্টেশন এলাকায় অভিযান চালায় এসময় চোরাইপথে আসা ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়সহ বিভিন্ন প্রসাধনীসহ ২জনকে আটক করা হয়। জব্দকৃত পন্যের মূল্য-৯,১৪,৪২৫/-টাকা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি কামাল হোসেন ভুইয়া।
আইনশৃঙ্খলা রক্ষা সহ চোরাকারবারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ