নিজস্ব প্রতিনিধিঃ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও একজন আহত হয়েছে। যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে সদর উপজেলার বানিয়ারগাতী এলাকার যশোর ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপার নিহত হোন।
নিহতরা হলেন বাগেরহাট সদরের চুলকাটি গ্রামের আলমগীর হাসান খানের ছেলে শিহাব হাসান খান (১৯) ও সাতীরা সদরের লক্ষ্মীদাড়ি গ্রামের আকবর আলী গাজীর ছেলে আফজাল হোসেন (২৩)। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুট্টাবোঝাই খুলনাগামী একটি ট্রাকের চাকা পাঞ্চার হলে রাস্তার পাশে মেরামতের কাজ চলছিল। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী বালুবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপারের মৃত্যু হয়। সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। আপর দিকে, সোমবার (১০এপ্রিল) রাতে চৌগাছা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাফিজুর রহমান ওরফে হাবিব নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমানের স্ত্রী আহত হয়েছেন। উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজার এলাকায় চৌগাছা-ঝিকরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের আমির হোসেনের ছেলে। জানা যায়, হাফিজুর রহমান মোটরসাইকেলে স্ত্রীসহ এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খলশি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে হাফিজুর রহমান এবং তার স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে গেলে চিকিৎসক হাফিজুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাফিজুর রহমানের স্ত্রীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

