রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

আরো খবর

নড়াইল প্রতিনিধি: নড়াইলে মেধাবি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাধ্যামিক বিদ্যালয় ও সমমান মাদ্রাসার মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
জেলার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমান সরকারি মাদ্রাসার নবম ও দশম শ্রেনীর সম্মিলিত মেধাতালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি শিক্ষার্থীদের মাঝে মোট ৭ শত ১৪টি ট্যাব বিতরণ করা হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহানারা বেগম, জেলা পরিসংখ্যান ব্যুরো নড়াইলের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার নড়াইল উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকারভোগী শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ