মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরে দরিদ্র, অসুস্থ এবং এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার মণিরামপুর অডিটোরিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্ট্রাচার্য্য এই অনুদান বিতরণ করেন। সভায় ২৯ জন দুরারাগ্য ব্যাধিতে আক্রান্তের ৫০ হাজার টাকা করে এবং ১২ টি এতিম খানায় ৫ লাখ টাকা করে অনুদান দেয়া হয়। এসময় তিনি বলেন, বর্তমান জনবান্ধব সরকারকে পুণরায় ক্ষমতায় আনতে সকলকে এক সাথে কাজ করতে হবে। সভায় উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মণিরামপুরে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক বিতরণ করেন- প্রতিমন্ত্রী স্বপন ভট্ট্রাচার্য্য

