শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 কলারোয়ায় সন্ত্রাসী হমলায় আহত যুবকের মৃত্যু

আরো খবর

সাতক্ষীরা/ কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনায় কুপিয়ে জখমের ৯ দিন পর শাহীন হোসেন(৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ৪ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় উপজেলার পাকুড়িয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত যুবক শাহীন হোসেন দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একব্বার গাজীর পুত্র। তিনি  ইসলামী ব্যাংকের এজেন্ট খোর্দ্দ শাখার কমর্রত ছিলেন। তার সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে। ঘাতক আমিনুর একই গ্রামের বজলুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানান, গত ৪ এপ্রিল প্রয়াত শাহিনের চাচি জাহানার সাথে পাশ^বর্তী   আমিনুল ইসলামের স্ত্রী মাহফুজার হাঁস মুরগির বিরোধ নিয়ে বাকবিতন্ডা হয়।  এমন সময় মাহফুজার স্বামী আমিনুর শাহানারা কে বেধড়ক মারপিট করতে থাকে। শাহীন দৌড়ে এসে তার চাচিকে বাঁচানোর চেষ্টা করলে শাহীনের উপরে ক্ষিপ্ত ঘর থেকে ধারালো দা নিয়ে এসে শাহিনের মাথায় ও পায়ে উপুর্যপুরি কোপাতে থাকে আমিনুর। এলাকাবাসী এগিয়ে আসলে আমিনুর দ্রুত পালিয়ে যায়। পরে শাহীনকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থান অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে তাকে খুলনা মেডিকেল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়ে আতœীয়ের বাড়িতে যায় শাহীন। পরে বৃহস্পতিবার সকালে আতœীয়ের বাড়িতে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় শাহীন হোসেন। সেখান থেকে রিলিজ নিয়ে বাগেরহাটে এক আতœীয়ের বাড়িতে গিয়েছিল। সেখানেই শাহীনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে লাশ পৌছানোর মত হয়েছে। লাশ পৌছালে আমরা ময়না তদন্তের জন্য মর্গে পাঠাবো।

আরো পড়ুন

সর্বশেষ