নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন. স্বাস্থ্যসেবা জনগনের দোর গোড়ায় পৌছে দিয়ে সরকার তার নির্বাচনী ওয়াদা রক্ষা করেছে। এখন মানুষ ঘরে বসেই বিনামুল্যে ২২ প্রকার ওষধুসহ সবধরনের সেবা পাচ্ছে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকে স্বাস্থ্য সেবা কমিটির সভায় এসব কথা বলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর মেডিকেল কলেজের অধ্য ডা. মাহিদুর রহমান, সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা খাতে অপ্রতুল জনবল, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, হাসপাতালের আউটডোরে টিকিট কাউন্টারের টিকিটের মূল্য হ্রাস, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার সরবরাহ, হাসপাতালের অভ্যন্তরে অপ্রয়োজনীয় আগমন ও বহির্গমনরত ইজিবাইক রিকশাসহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।
মানুষ ঘরে বসেই বিনামুল্যে ২২ প্রকার ওষধুসহ সবধরনের সেবা পাচ্ছে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

