ঈদযাত্রায় টিকিট ছাড়া যাত্রীরা স্টেশনেই ঢুকতে পারবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (১৩ এপ্রিল) ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে ঈদের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরও জানান, এবার ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা নেওয়া।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অন্যতম পছন্দের বাহন ট্রেন। দাঁড়িয়ে, গাদাগাদি করে এমনকি ঝুঁকি নিয়ে ছাদে উঠেও যাত্রা করেন অনেকে।
কিন্তু এবার ট্রেনযাত্রা যন্ত্রণাদায়ক হতে দেবে না রেল কর্তৃপক্ষ। যাত্রীদের স্বস্তি দিতে তাই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে স্টেশনে। টিকিট চেক করা হবে স্টেশনের বাইরেই, টিকিট ছাড়া কেউ ঢুকতেই পারবে না বলে জানান রেলমন্ত্রী।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ঈদযাত্রায় যাতে বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে না পারে, সেজন্য কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে বাড়তি সতর্কতা ও নজরদারি নেওয়া হয়েছে।
তিনি বলেন, যদি ঈদ ২৩ এপ্রিল হয় তাহলে ২২ তারিখের টিকিট বিক্রি হবে। সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার বাইরে থেকেই গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে চাইবেন তাদের বাইরে থেকেই আটকে দেওয়া হবে।
মন্ত্রীর দাবি, ঈদ যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কোনো ভোগান্তি হয়নি।
রেলওয়ের এত পদক্ষেপেও আস্থা পাচ্ছে না অনেকে। এবারও ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।
এদিকে, তাপদাহের কারণে দূরপাল্লার ট্রেনের গতি ৭০ থেকে ৪০ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। ফলে ট্রেন চলাচলে কিছুটা দেরি হচ্ছে বলে জানান মন্ত্রী।

