শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ছাত্রের সাথে যৌন সম্পর্ক করার অভিযোগে ৬ শিক্ষিকা গ্রেফতার

আরো খবর

 একাত্তর ডেস্ক:শিক্ষক বা শিক্ষিকা হলেন মানুষ গড়ার কারিগর। পিতামাতার পরেই তাদের স্থান। তারা আপনার, আমার সন্তানদের শিখান মানুষ হওয়ার মন্ত্র। কিন্তু এই পেশায় এমন কিছু শিক্ষক বা শিক্ষিকা আছেন, যাদের জন্য অন্যরা লজ্জা পান। পশ্চিমা দেশগুলোতে অহরহ তাদের নৈতিক স্খলনবিষয়ক রিপোর্ট প্রকাশ পাচ্ছে। সর্বশেষ এর সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৬ জন শিক্ষিকা। মাত্র দু’দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ, তারা শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করেছেন। আরও সহজ করে বললে শিক্ষার্থীদের সঙ্গে তারা যৌন সম্পর্ক গড়ে তুলেছেন। এর মধ্যে ড্যানভিলের ৩৮ বছর বয়সী শিক্ষিকা ইলেন শেল-এর বিরুদ্ধে তৃতীয় ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি তিনটি ভিন্ন সময়ে ১৬ বছর বয়সী দুটি বালকের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ আছে।

তার বিরুদ্ধে যে ক্রিমিনাল অভিযোগ ফাইল করা হয়েছে, তাতে এমনটাই বলা হয়েছে। বৃহস্পতিবার গারার্ড কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। উডলন ইলেমেন্টারি স্কুলে একজন শিক্ষকের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। এর আগে চাকরি করতেন ল্যাঙ্কাস্টার ইলেমেন্টারি স্কুলে। সর্বশেষ খবরে বলা হয়েছে বয়লে কাউন্টি স্কুলের কর্মকর্তারা তাকে গ্রেপ্তারের বিষয় জানিয়ে পিতামাতাদের সতর্ক করেছেন। 

দু’দিনে ৬ জন শিক্ষিকাকে যৌন অসদাচারণের অভিযোগে গ্রেপ্তার দেখানোয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অভিযুক্ত আর একজন শিক্ষিকা হলেন হিদার হারে (৩২)। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আরকানসাস টাইমস বলছে, একটি টিনেজ শিক্ষার্থীর সঙ্গে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। ওকলাহোমা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে শিক্ষিকা এমিলি হ্যানকককে (২৬)। নিউ ইয়র্ক পোস্ট বলছে, এক শিক্ষার্থীর সঙ্গে তার রিলেশনশিপের তথ্য সামনে আসায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ওদিকে লিংকন কাউন্টিতে একজন বদলি শিক্ষিকার বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তিনি মাত্র ১৫ বছর বয়সী একটি বালকের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছেন। আদালতের ডকুমেন্ট অনুযায়ী, বদলি শিক্ষিকা এমিলি হ্যানকক কাজ করতেন ওয়েলস্টেন পাবলিক স্কুলসে। ওই স্কুল ভবনের ভিতরেই তিনি তার শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এছাড়া তারা স্ন্যাপচ্যাটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন।

আইওয়ার ডেস মইনসে একটি ক্যাথলিক হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা ক্রিস্টেন গ্যান্ট (৩৬)। নিউ ইয়র্ক পোস্ট বলছে, তিনি স্কুল ভবনের ভিতরে এবং এর বাইরে একটি টিনেজ ছাত্রের সঙ্গে কমপক্ষে ৫ বার যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এ জন্য শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
জেমস ম্যাডিসন হাউস্কুলের একজন শিক্ষিকা আলিয়ে খেরাদমান্দ (৩৩)। তার বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েক মাস ধরে একজন ছাত্রের সঙ্গে তিনি যৌন সম্পর্ক রক্ষা করছেন। তিনি ২০১৬ সাল থেকে ফেয়ারফ্যাক্স কাউন্টি স্কুলে শিক্ষকতা করছিলেন। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। পেনসিলভ্যানিয়ার একজন কিশোর বিষয়ক কোচ তার ১৭ বছর বয়সী শিক্ষার্থী বালকের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওই ছাত্রের কোচ ছিলেন তিনি।

ওদিকে নর্দাম্পটন এরিয়া হাই স্কুলের একজন শিক্ষিকা হান্নাহ মার্তা (২৬)কেও একই রকম সম্পর্কে জড়িত দেখতে পায় পুলিশ। ফলে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।(সূত্র: মানব জমিন)

আরো পড়ুন

সর্বশেষ