নিজস্ব প্রতিবেদক:দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান আফিল গ্রুপের উদ্যোগে রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যশোরের চাঁচড়া চেকপোস্টস্থ আফিল গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গ্রুপের বিভিন্ন কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে আফিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, গ্রুপের সকল সদস্য অকান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের সাথে এক জায়গায় বসে আলোচনা করা হয়ে ওঠে না। ইফতার মাহফিলে সবার সাথে বসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।
তিনি আরো বলেছেন, রমজান মাসে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে তিনি কাউকে নিরাশ করেন না। প্রত্যেকের পিতা মাতার জন্য তিনি দোয়া করার অনুরোধ জানিয়ে বলেছেন, যাদের পিতা-মাতা বেঁচে আছে তাদের সেবা করতে হবে। পিতামাতার দোয়া ছাড়া সন্তান বড় হয়না ভালভাবে বেঁচে থাকতে পারে না। তিনি এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফিল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেখ তামিম উদ্দিন, আফিল গ্রুপের পরিচালক এবং ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আফিল গ্রুপের পরিচালক ও দৈনিক স্পন্দন এর নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, গ্রুপের জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ, দৈনিক স্পন্দন এর বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, মফস্বল সম্পাদক মনোতোষ বসুসহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
রমজান মাসে রোজা রেখে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি নিরাশ করেন না-এমপি আফিল

