নিবাস হালদার
বৈরী আবাহওয়া উপেক্ষা করে যশোর সোনালী অতীত ক্লাব ও ঢাকা সোনালী অতীত ক্লাবের মাঝে প্রীতি ফুটবল খেলায় ঢাকা জয়ী হয়েছে।গত কাল রবিবার বিকেলে যশোর শামস-উল- হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পেনাল্টি থেকে এক মাত্র গোলে সাবেক তারকা ফটবলার আরমান গোল করে দলের জয় নিশ্চিত করেন।ঢাকা দলের খেলোয়ায়াড়ঃ- ইলিয়াস( অধিনায়ক), ইউসুফ,লাজুক,দিপু,ডন, ডাবলু,শামীম,আরমান,রুপু আসলাম,মনি।অতিরিক্ত,মিনার,আপেল,আলমগীর,হিরু,সুজন,অপু,ফেরদৌস,হিমু,মিলন।যশোরের পক্ষে খেলেঃ- শুকুর,জামাল,সাথী,নিশাদ,ঈমন,লিটু,টনি,হালিম,জয়নাল,ওয়াসিম,লাকি,সুমন,পিরু,মুন্না,নিপ্পন,জয়,নিপু,মহমদউল্লাহ,হযরত,প্রমুখ।এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে খেলার উদ্বোধন করেন যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ,বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,যশোর জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্বা ইয়াকুব কবির।সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারন সম্পাদক মোহম্মদ শফিকউজ্জামান।#

