সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

ডাকাতি প্রস্ততি মামলায় চার্জশিটভুক্ত দুই আসামির আত্মসমর্পণ

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক
যশোরে ডাকাতি প্রস্ততি মামলার এজাহারভুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আসামিরা হলেন, মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের মুজিবর সরদারের ছেলে মামুন হোসেন ও একই গ্রামের আব্দুল গণির ছেলে শামীম হোসেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৮ সালের ১১ জুন মধ্য রাতে ডাকাতদলের সদস্যরা রাজগঞ্জ- পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া গ্রামে বাসে ডাকাতির প্রস্তুতি নেই। এসময় পুলিশ খবর পেয়ে রাত দুইটায় ঘটনাস্থলে হাজির হন। এসময় পুলিশের হাতে আটক হন খেদাপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে ওয়াদুদ। অন্য আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থলথেকে পুলিশ রামদা, গাছকাটা করাত, লোহার রড, দড়ি, বাশের লাঠি সহ বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করে। এঘটনায় মণিরামপুর থানার এ এসআই আব্দুর রহমান বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি মামুন ও শামীম। তারা দির্ঘদিন তারা পলাতক থেকে সোমবার আদালতে আত্মসমর্পণ করেন । আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ