শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সুকুমার দাস স্মরণে ২৮ এপ্রিল নাগরিক শোকসভা

আরো খবর

প্রেসবিজ্ঞপ্তি: সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সভাপতি ও ও খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সদস্য অধ্যাপক সুকুমার দাস স্মরণে আগামী ২৮ এপ্রিল বিকালে টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য নারীনেত্রী হাবিবা শেফাকে আহ্বায়ক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুকে সদস্য সচিব করে নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাসের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় বিবর্তন যশোরে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় যশোরের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ