নিজস্ব প্রতিবেদক
যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, সাতক্ষীরা জেলার করোয়ায় উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে আলী হোসেন ও জাহাঙ্গীর আলমের ছেলে সুমন হোসেন এবং শার্শা উপজেলার লাউতাড়া সরদারপাড়ার জালাল শেখের ছেলে রাজু আহম্মেদ।
সোমবার সকাল দশটায় যশোর- মনিরামপুর সড়কের কুয়াদা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছথেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই নির্মল কুমার ঘোষ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।#
