শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৈত্রী ভলান্টিয়ার্স’র ঈদ উপহার

আরো খবর

প্রেসবিজ্ঞপ্তি:মৈত্রী ভলান্টিয়ার্স যশোরের উদ্যোগে এবারও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
ছাত্রমৈত্রীর সাবেক নেতাকর্মী, তাদের সুহৃদ, বন্ধু, স্বজনদের দেওয়া অর্থে এবার শতাধিক ব্যাগ ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে, সংগঠনের ভোলা ট্যাংক রোডস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সংগঠনের সদস্যসচিব মামুনুর রশিদ, সদস্য তরিকুল ইসলাম তারু, ফারুক আহমেদ লিটন, শেখ আলাউদ্দিন, কামাল হাসান পলাশ, সাগর রায়, সেলিম রেজা বাদশা প্রমুখ।
শেষে ঈদ উপহারের ব্যাগ সুবিধাবঞ্চিতদের হাতে তুলে দেওয়া হয়। ব্যাগে এক কেজি পোলাওয়ের চাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি, ৫০ গ্রাম গুঁড়ো দুধ এবং মসলা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ