সাতক্ষীরা প্রতিনিধি:তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খালেদ মঞ্জুর রোমেলকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বেলতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খালেদ মঞ্জুর রোমেল (৪২) সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ এপ্রিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় বিএনপি দলীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও এ মামলার অপর ৪৪জনকে ৭ বছরের কারাদ্বন্ড প্রদান করে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ ম-ল। এর মধ্যে খালেদ মঞ্জুর রোমেলও ৭ বছরের কারাদ্বন্ড প্রাপ্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াাধীন রয়েছে বলে আরো জানায় র্যাব।

