একাত্তর ডেস্ক:২০২৪ সালে সমস্ত ‘ফিরিঙ্গিদের’ বাংলাদেশে পাঠিয়ে দেবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এমনই মন্তব্য করেছেন দেশটির একজন কেন্দ্রীয় মন্ত্রী। ভারতীয় রাজ্য বিহারের পাটনা জেলায় উপভোক্তা, খাদ্য ও জনবন্টন এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেছেন, “২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই ফিরিঙ্গি শাসনকে প্রকাশ্যে নিয়ে আসবো। সব ফিরিঙ্গিরা শুনুন, আমরা আপনাদের ২০২৪ সালে বাংলাদেশে পাঠাবো।”
হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়ঃ দলীয় এক অনুষ্ঠানে অশ্বিনী কুমার চৌবে আরো বলেছেন, “বিজেপিকে ছেড়ে আরজেডির সঙ্গে হাত মেলানো জেডিইউর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় এসে গিয়েছে। ২০২৫ সালে আমরা বিহারে বিজেপির শাসন প্রতিষ্ঠা করবো।”
উল্লেখ্য, এর আগে ‘হিন্দু আসলে একটি ভৌগলিক পরিচয়’ মন্তব্য করে অশ্বিনী কুমার চৌবে বলেছিলেন, “হিমালয় এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী জমিতে যারাই বসবাস করেন সমস্ত মানুষই হিন্দু।”

