শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বজ্রপাতে  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসিন হোসেন সুমনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বেলা ২ টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত মহসিন হোসেন সুমন (২৮) ইউনিয়নের ঘরচালা গ্রামের মোখলেচুর রহমান ভুট্টোর ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে রাজধানীর আজিমপুর এলাকায় থেকে চাকরির চেষ্টা করছিলেন।
নিহতের চাচা হাসানুজ্জামান জানান, ঈদের সময় ঢাকা থেকে বাড়িতে এসেছিল সুমন। দুপুরের দিকে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। এ সময় বাড়ির উঠানে থাকা কাঠ কুড়িয়ে একসঙ্গে করছিল। এমন সময় বাড়ির চত্বরে থাকা দুটি নারকেল গাছের মাঝখানে বজ্রপাত ঘটে। ওই মুহূর্তে ওখানেই ছিল সুমন। বজ্রপাতে সে মারা গেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ঘটনাটি থানাতে কেউ জানায়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।

আরো পড়ুন

সর্বশেষ