শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে কিশোরী অপহরনের অভিযোগে মামলা, আটক ১

আরো খবর

বিশেষ প্রতিনিধি:যশোরে কিশোরী অপহরনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ২২ এপ্রিল  মামলাটি করেছেন, শিশুটির মাতা  শহরের পূর্ব বারান্দী নাথপাড়া (চাঁন মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মাসুদ হোসেনের স্ত্রী  মাছুদা খাতুন। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার হামিদপুর (বাজারের পাশে হাফিজের বাড়ির ভাড়াটিয়া) গোবিন্দ দাসের ছেলে জীবন দাসকে। পুলিশ জীবন দাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। শিশুটির ২২ ধারার জবানবন্দি আদালতে সম্পন্ন করা হয়েছে।
শিশুটির মাতা  মাছুদা খাতুন মামলায় উল্লেখ করেন,তার শিশু মেয়ে ফারজানা খাতুন ৫ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করার পর পরবর্তীতে পড়াশোনা বন্ধ করে দেয় এবং নিজ বাড়িতে মায়ের সাথে সাংসারিক কাজে সহায়তা করতো।  ৪/৫ মাস পূর্বে আসামী জীবন দাসের সাথে তার মেয়ের পরিচয় হয়।  সেই সূত্র ধরে ১৯ এপ্রিল বিকেল তার মেয়ে মেয়ে বাজারে কেনাকাটা করার জন্য বাড়ি শহরে আসে। জীবন দাসসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন   দড়াটানা মোড়ে মুজিব সড়কের সামনে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  এ ঘটনার পর  মামলা করলে পুলিশ ২২ এপ্রিল জীবন দাসকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার এবং শিশু ফারজানা খাতুনকে উদ্ধার করে।

আরো পড়ুন

সর্বশেষ