মণিরামপুর প্রতিনিধি: তীব্র তাপদাহ ও গরমে অতিষ্ঠ ছিলো মণিরামপুর মানুষের জীবন যাপন।সোমবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা দুপুর দুইটা ৪৩ মিনিটে শুরু হওয়া বৃষ্টিতে স্বস্তি ফিরে আসলো জনজীবনে কিন্তু মাঠে পাকা ধান কেটে রেখে আসায় দুশ্চিন্তায় পড়েছে কৃষক। কেউ কেউ বৃষ্টির মধ্য দিয়ে ধান বাড়িতে আনার শেষ চেষ্টা করছে।
বৃষ্টি হওয়ায় মাঠে কাজ করা মজুর এর দাম প্রায় দ্বিগুণ। যেখানে আগে মজুর পাওয়া যেত ৩০০ থেকে ৪০০ টাকায় এখন ৭০০ থেকে ৮০০ টাকা দিয়েও মিলছে না। বেশির ভাগ মাঠেই ধান এখন কাটা অবস্থায় আছে।সকাল থেকেই মেঘ দেখে কৃষক তার ধান বাড়িতে উঠাতে ব্যস্ত ছিলো।দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই মাঠের মাঝে ধান জালি দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখছে। এভাবে কয়েকদিন বৃষ্টি লেগে থাকলে গতবারের ন্যায় ধান নষ্ঠের আশংকা করছে কৃষকেরা।
কয়েক বছর পর এবার ভবদাহের কোদারিয়ায় ৪৯৫ হেক্টর ও কপালিয়ায় ৬০২ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।

