বাঘারপাড়া প্রতিনিধি: যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইন্জিনিয়ার আরশাদ পারভেজের পক্ষ থেকে শুক্রবার সকাল দশটায় বাঘারপাড়া উপজেলার অসহায় মৎস্য জীবী ও সাধারণ মানুষের মধ্যে ১ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও জেলা সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, মৎস্য জীবী লীগ নেতা মশিয়ার রহমান, এনায়েত হোসেন লিটন, আবুল কালাম আজাদ, অশোক সাহা, এনামুল হক ও ওহিদুল পাটোয়ারী প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও জেলা সরকারি জলমহাল কমিটির সদস্য মোঃ আবু তোহা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত করোনা সংকট কালে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করে সংকটের হাত থেকে মানুষকে রক্ষা করেছেন।
তেমনি ভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইন্জিনিয়ার আরশাদ পারভেজ শীতকালে কম্বল বিতরণ করেছেন। বর্তমানে ঈদের সময় অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। আগামী দিনে যেকোনো সংকট কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মানুষের পাশে আছে ও থাকবেন।
